ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অটো ছিনিয়ে নিয়ে চালককে হত্যায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (১১ জানুয়ারি) সিনিয়র জেলা ও দায়রা জজ শারমীন নিগার এ রায় দেন। রায়ে দুজনকে খালাস দেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজি দিদারুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় সব আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বাঞ্ছারামপুর উপজেলার জয়কালিপুরের মতিন মিয়ার ছেলে কবির হোসেন (২২), শাহ আলম শেখের ছেলে সজীব শেখ (২৫) ও লিটন মিয়ার ছেলে মনির হোসেন (২৫)।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা এরশাদ মিয়ার ছেলে অটোরিকশাচালক মো. শরীফুল ইসলামকে হত্যা করে অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

