সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত দুদিনে বিদ্যুতের লোডশেডিং এর কারণে নতুন চার্জার ফ্যান কেনাবেচা বেড়েছে। এর পাশাপাশি বাড়ীতে অকেজো হয়ে থাকা পুরানো চার্জার ফ্যান সারিয়ে নেওয়া হচ্ছে।
পৌর শহরের তিন থেকে চারজন অকেজো ফ্যান মেরামত করেন এমন কারিগরগণ খুবই ব্যস্ত সময় পার করছেন বলে জানা গেছে।
উল্লাপাড়া শহরের ওভার ব্রীজের কাছাকাছি বটতলায় ফ্যান মেরামত করেন এমন একজন কারিগর রহিজউদ্দিনের দোকানে আজ রোববার পুরানো অকেজো ফ্যান মেরামত করতে আসা বহুজনের ভীড় জমে থাকতে দেখা গেছে।
ফ্যান মেরামত করতে আনা একাধিকজন বলেন বিদ্যুৎ লোডশেডিং এর কারণে গরম থেকে ফ্যানের বাতাসে কিছুটা আরাম পেতে বাড়ীতে অকেজো হয়ে থাকা ফ্যান সারিয়ে নিলেন। কারিগর রহিজউদ্দিন বলেন গত দিন দুয়েক হলো বহু অকেজো চার্জার ফ্যান মেরামত করে দিচ্ছেন। এদিকে শহরের একাধিক দোকানী বলেন গত কদিনে চার্জার ফ্যান কেনাবেচা বেড়েছে।
একুশে সংবাদ/সা.স.প্র/জাহা