রাজধানীর গুলিস্তানে কার্যক্রম স্থগিত থাকা আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১টার দিকে ওই এলাকায় বিক্ষোভকারীরা সমবেত হওয়ার পর ভবনটিতে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনাস্থলে কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের হাতে বিভিন্ন ব্যানার ও জাতীয় পতাকা দেখা যায়। স্থানীয় সূত্রের তথ্যমতে, অগ্নিকাণ্ডে ভবনের সামনের অংশে ক্ষয়ক্ষতি হয়েছে।
গত বছরের আগস্টে সরকারের পরিবর্তনের সময়ও ওই ভবনটিতে সহিংসতা ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে জানা যায়। এরপর ভবনটি কিছুদিন পরিত্যক্ত থাকার পর সেখানে একটি গবেষণা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এদিকে, জুলাই-আগস্টের আন্দোলন চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা একটি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১২টা ৯ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ১৭ নভেম্বর এ মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ সিদ্ধান্ত দেয়।
প্রসিকিউশনের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ কয়েকজন প্রসিকিউটর।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

