বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড, আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপি জুলুম, নির্যাতন, মামলা, হামলার রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামীলীগ বিগত ১৬ বছর দেশের মানুষের সমস্ত সম্পদ লুণ্ঠন করে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আপনারা তা টেলিভিশন, পত্রিকায়, ফেসবুক ও ইউটিউভে দেখেছেন। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী আওয়ামীলীগ কাপুরুষের মত পালিয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদী-২ পলাশ নির্বাচনী আসনের মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আওয়ামীলীগ যতই নিজেদেরকে মুক্তিযুদ্ধের শক্তি বলে দাবি করুক আওয়ামীলীগ আসলে স্বৈরাচারী সরকার। আওয়ামীলীগ কোন দিন গণতন্ত্রে বিশ্বাস করে নাই। তারা দেশের মানুষের কল্যাণে বিশ্বাস করে না, তারা নিজের কল্যাণে বিশ্বাস করেছে।
তিনি আরো বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার বাংলাদেশকে দ্বিতীয়বার বাকশালে পরিণত করেছিলো। এদেশের গণতন্ত্রকে তারা হত্যা করেছিলো। তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। তারা দেশের সকল অর্থ সম্পদ, ব্যবসা বাণিজ্য, ব্যাংক-বিমা নিজেদের মধ্যে কুক্ষিগত করে রেখেছিলো।
মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু, পলাশ উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মনির হোসেন (ভিপি মনির), মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুল আলী সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মাসুদ আলমসহ প্রমুখ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

