AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীতে আবারও বাসে অগ্নিসংযোগ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:০৬ পিএম, ১১ নভেম্বর, ২০২৫

রাজধানীতে আবারও বাসে অগ্নিসংযোগ

রাজধানীতে আবারও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সূত্রাপুর এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগের দিন সোমবার রাত থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে কয়েকটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। যাত্রাবাড়ী, উত্তরা ও বসুন্ধরায় রাইদা পরিবহনের দুটি এবং রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি চলন্ত বাসেও আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

একই দিনে মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় আরও দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা গেছে।

এদিকে মঙ্গলবার বিকেলে ডিএমপি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, গত দুই দিনে রাজধানীতে ৯টি যানবাহনে অগ্নিসংযোগ হয়েছে। ককটেল বিস্ফোরণসহ এসব ঘটনার তদন্তে এখন পর্যন্ত ১৭টি মামলা দায়ের করা হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - রাজধানী

Link copied!