AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও বিদেশী সিগারেট জব্দ


Ekushey Sangbad
এনামুল হক রাশেদী
০৮:৪৭ এএম, ৯ নভেম্বর, ২০২৫

শাহ আমানতে আমদানি নিষিদ্ধ ক্রিম ও বিদেশী সিগারেট জব্দ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ক্রিম ও ব্যাগেজ সুবিধার অতিরিক্ত প্রায় চার লাখ টাকার পণ্যসহ দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা ও এনএসআই। আটক ব্যক্তির নাম মো. গিয়াস উদ্দিন (৩৭)।

শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে করে দুবাই থেকে তিনি চট্টগ্রামে পৌঁছান। পরে বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা তার লাগেজ তল্লাশি করে এসব পণ্য জব্দ করেন।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— ৫ কার্টন বিদেশি সিগারেট, ৬টি গুগল পিক্সেল মোবাইল ফোন, একটি ডেল ল্যাপটপ এবং আমদানি নিষিদ্ধ ১২টি বিউটি ক্রিম।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীর পূর্বে কোনো নেতিবাচক রেকর্ড না থাকায় পাসপোর্ট যাচাই শেষে গোয়েন্দা প্রতিনিধির উপস্থিতিতে মৌখিকভাবে সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিমানবন্দর জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে বিদেশি সিগারেট, মোবাইল, ল্যাপটপ এবং আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে যাত্রীকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, আমদানি নিষিদ্ধ ক্রিমগুলো যথাযথ নিয়মে ধ্বংস করা হবে। জব্দ করা অন্যান্য পণ্যের মধ্যে সিগারেট, মোবাইল ও ল্যাপটপের জন্য রাজস্ব বোর্ডের নিয়ম অনুযায়ী ৮৫ হাজার ৫০০ টাকা শুল্ক নির্ধারণ করা হয়েছে। যাত্রী শুল্ক পরিশোধ করে এসব পণ্য নিতে পারবেন।

প্রাথমিকভাবে জব্দ করা পণ্যগুলো কাস্টমস হেফাজতে রাখা হয়েছে। জব্দকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক চার লাখ টাকার কিছু বেশি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!