বাংলাদেশ নারী ক্রিকেটে যৌন হয়রানিসহ বিভিন্ন অসদাচরণের অভিযোগের তদন্তে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৮ নভেম্বর) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই তথ্য নিশ্চিত করে।
কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। অন্য দুই সদস্য হলেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তদন্ত কমিটি শুধু সাবেক পেসার জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগই নয়, বরং নারী দলের কিছু বর্তমান সদস্যের বিরুদ্ধে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও খতিয়ে দেখবে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ৬ নভেম্বর, এক সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম বিসিবির সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং প্রয়াত টিম ম্যানেজার তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, বিষয়টি বিসিবিকে জানানো সত্ত্বেও কোনো প্রতিকার পাননি। তাঁর এই অভিযোগ প্রকাশের পর ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়, এবং আরও কয়েকজন নারী ক্রিকেটারও অনিয়ম ও অসদাচরণের বিভিন্ন ঘটনা প্রকাশ্যে আনেন।
বিসিবির মিডিয়া বিভাগ জানিয়েছে, তদন্ত কমিটি দ্রুতই তাদের কার্যক্রম শুরু করবে এবং চূড়ান্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

