স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রাজধানীর টেকনিক্যাল মোড় ও গাবতলী এলাকায় সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা। তাদের দাবি, দ্রুত স্থায়ী ক্যাম্পাস নিশ্চিত না করা হলে এই আন্দোলন চলতে থাকবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা সড়কে নেমে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে আজাদ খান একইসঙ্গে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি। এসব কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে এবং দীর্ঘদিন ধরে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার উদ্যোগ গৃহীত হয়নি। ফলে শিক্ষার্থীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
তাদের ভাষ্য, গত দুইদিন ধরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। অবশেষে বাধ্য হয়ে তারা সড়কে অবস্থান নিয়েছেন।
একুশে সংবাদ/জা.নি/এ.জে