রাজধানীতে মেট্রোরেলের নতুন অংশে চলাচল শুরু হয়েছে। উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত নিয়মিত চলাচলের পর এবার মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা চালু হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ অংশে ট্রেন চলাচল শুরু হয় বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নিশ্চিত করেছে।
এর আগে দুপুরে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হন। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টারও বেশি সময় মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
পরবর্তীতে বিকেল ৩টার দিকে ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানায়, উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।
সন্ধ্যায় সংস্থাটির সরকারি ফেসবুক পেজে প্রকাশিত বার্তায় জানানো হয়, “মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল সেবা সন্ধ্যা সোয়া ৭টা থেকে চালু হয়েছে।”
তবে শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে। পুরো রুটে সেবা কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ডিএমটিসিএল।
দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেটের বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ঘটে যাওয়া দুর্ঘটনায় একজন পথচারীর মৃত্যু হয়, যার পরেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

