AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৫


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৫৯ পিএম, ২৯ অক্টোবর, ২০২৫

ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৫

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও লাঠিচার্জ করে। এতে অন্তত ১৫ জন শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা প্রেসক্লাবের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জাতীয়করণের দাবিতে মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা। মিছিলটি প্রেসক্লাবের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিক্ষক ও পুলিশের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ শুরু হয়। পরবর্তীতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - রাজধানী

Link copied!