রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে একটি সাদা প্রাইভেটকারের ভেতরে দুইজনের মরদেহ পাওয়া গেছে। সোমবার (১১ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে কলেজের প্রধান নিরাপত্তারক্ষী গাড়িটি চেক করতে গিয়ে মরদেহ দুটি দেখতে পান।
কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, রোববার ভোরে গাড়িটি পার্কিংয়ে প্রবেশ করে এবং সেখানেই অবস্থান করছিল। নিরাপত্তারক্ষী প্রথমে ভেবেছিলেন, ভেতরে থাকা দুজন ঘুমিয়ে আছেন। কিন্তু ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে তিনি বুঝতে পারেন তারা মারা গেছেন এবং তাৎক্ষণিকভাবে রমনা থানায় খবর দেন।
খবর পেয়ে রমনা থানা পুলিশ ও সিআইডির ক্রাইম ইউনিট ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করছে। এখন পর্যন্ত মরদেহ দুটির পরিচয় বা মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য মেলেনি। তদন্ত চলছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে