AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোরো ধানের বীজতলা তৈরীতে ব্যস্ত জীবননগরের চাষিরা



বোরো ধানের বীজতলা তৈরীতে ব্যস্ত জীবননগরের চাষিরা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মানুষের জীবন-জীবিকা প্রধানত কৃষির ওপর নির্ভরশীল। এখানে ধান চাষের জন্য মাটি ও আবহাওয়া অত্যন্ত উপযুক্ত। অধিকাংশ কৃষক বছরে আউশ, আমন ও ইরি ধান চাষ করেন। আমন ধান কাটা শেষ হওয়ার পরই বোরো ধান চাষের প্রস্তুতি শুরু হয়েছে। বর্তমানে জীবননগরের কৃষকরা বোরো ধানের বীজতলা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন।

জীবননগরের বিভিন্ন কৃষি জমিতে দেখা গেছে, কৃষকরা নিচু জমিতে বীজতলা তৈরীর কাজে বেশি সময় ব্যয় করছেন। অনেকেই বাণিজ্যিকভাবে বীজতলা তৈরি করছেন। তারা অন্য চাষিদের জন্য প্রতি কাঠা জমিতে ১,১০০ টাকা নেন এবং ৩-৪ বিঘা জমিতে বীজতলা তৈরি করেন। বোরো ধান লাগানোর সময় প্রতি বিঘা জমির ধানের চারা ২,০০০-২,২০০ টাকায় বিক্রি হচ্ছে।

উথলী গ্রামের ধান চাষি শাহাবুদ্দিন বলেন, “এবার ২ বিঘা জমিতে ধান লাগাবো। তাই দুই কাঠা জমিতে আজ বীজতলা তৈরি করা হলো। প্রথমে কোদাল দিয়ে মাটি ঝুরঝুরা করা হয়েছে। এরপর পানি দিয়ে পাওয়ারট্রলির মাধ্যমে মাটি চাষ করা হয়েছে এবং মই বা কলাগাছ দিয়ে সমান করা হয়েছে। উচ্চ ফলনশীল ধানের বীজ ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। দুইদিনের মধ্যে বীজগুলো এই বীজতলায় ছিটানো হবে।”

রায়পুর গ্রামের ধান চাষি সুজাত হোসেন জানান, “অগ্রহায়ণ মাসের শেষ দিকে বোরো ধান লাগানো শুরু হবে। শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে বীজতলা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রয়োজনের তুলনায় বেশি জায়গায় বীজতলা তৈরি করা হচ্ছে।”

ধোপাখালী গ্রামের আনোয়ার হোসেন বলেন, “এবার বৃষ্টি বেশি হওয়ায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। জমির ডাঙ্গায় কিছু জায়গা পরিষ্কার করে বীজতলা তৈরি করেছি। বীজতলার চারাগুলো এক মাস পরে রোপণ করা হবে, তখন জমির পানি কমে ধান লাগানো সহজ হবে।”

জীবননগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গতবছর ৬,১৫০ হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সেখানে ৬,২৬২ হেক্টর জমিতে ধান রোপণ করা হয়েছে। এ বছরও একই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের কৃষি প্রণোদনার মাধ্যমে ধানের বীজ বিতরণ করা হয়েছে এবং উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ সংগ্রহ ও রোপণের পরামর্শ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!