রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম একজনের মৃত্যুর তথ্য জানিয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।
ফায়ার সার্ভিস জানায়, উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে পাঠানো ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
জানা গেছে, উত্তরার মাইলস্টোন কলেজের পাশে একটি খোলা মাঠে বিমানটি বিধ্বস্ত হয়। তখন স্কুলের প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান চলছিল। হঠাৎ বিকট শব্দে বিমানটি আছড়ে পড়লে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

