দিনাজপুরের পার্বতীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা লুৎফুন্নাহার, কৃষি কর্মকর্তা সাজেদুর রহমানসহ স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলার মোট ১ হাজার ৮১০ জন কৃষকের মাঝে সরিষা, সূর্যমুখী, গম ও পেঁয়াজসহ বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিটি কৃষককে ১০ থেকে ১৫ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হুসাইন বলেন, “কৃষকদের মধ্যে এই সহায়তা প্রদান সরকারের কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্বনির্ভর কৃষি ব্যবস্থার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

