পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রাসেল সাবরিন। বুধবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে সরকারি সফরে গলাচিপা আগমনের সময় তিনি স্কুলটি পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা।
পরিদর্শনকালে যুগ্ম সচিব স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মান ও সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য, প্রেসক্লাব সভাপতি ও হিসাবরক্ষণ কর্মকর্তা মু. খালিদ হোসেন মিল্টন এবং স্কুলের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গলাচিপা উপজেলা কমপ্লেক্সে প্রতিষ্ঠিত বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলটি তৎকালীন ইউএনও এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমডি সচিব আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন ও তার স্ত্রী মিসেস সেলিনা মহিউদ্দিনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

