টিকটকে পরিচয়ের মাধ্যমে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি জিল্লুর রহমান (৩৬)কে রাজশাহীর পুঠিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
ঘটনার সূত্রে জানা যায়, ১০ বছর আগে পারিবারিকভাবে বিবাহিত ভিকটিম বর্তমানে এক ছেলে-মেয়ে নিয়ে বগুড়ার দুপচাচিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিন মাস আগে টিকটকের মাধ্যমে জিল্লুরের সঙ্গে তার পরিচয় হয় এবং দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর জিল্লুর ভিকটিমকে ঈশ্বরদীতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।
ভিকটিমের দায়ের করা মামলার প্রেক্ষিতে র্যাব-৫ বৃহস্পতিবার (৪ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাঠালবাড়িয়া এলাকা থেকে জিল্লুরকে গ্রেপ্তার করে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

