চট্টগ্রামের কালুরঘাট এলাকায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে ইকবাল হোসেন নামের এক রেল কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তিনি লাকসাম জংশনের স্টেশন মাস্টার হিসাবে কর্মরত রয়েছেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস থেকে পড়ে তিনি আহত হন। জানা গেছে, তিনি ট্রেন থেকে ভিডিও ধারণ করছিলেন। ওই সময় পা পিছলে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নুরুল আলম আশিক জানান, “ইকবাল হোসেনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ট্রেন থেকে পড়ে আহত হয়েছেন।”
জানালী হাট রেল স্টেশন মাস্টার নেজাম উদ্দিন বলেন, “ইকবাল গার্ড ব্রেকের দরজায় দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলছিলেন। ঠিক তখনই তিনি পা পিছলে পড়ে যান। পরে কালুরঘাট সেতুর গেটম্যান তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

