মৌলভীবাজার জেলার জুড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। জুড়ী উপজেলা ছাত্রলীগের ব্যানারে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে জায়ফরনগর ইউনিয়নের কামিনীগঞ্জ বাজারে মিছিলটি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, জুড়ী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ. আর. সাজেদের নেতৃত্বে হঠাৎ করেই কামিনীগঞ্জ বাজারে ছাত্রলীগের ১০-১৫জন নেতাকর্মী “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “অবৈধ ট্রাইবুনাল মানি না” ইত্যাদি স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। মিছিলের ভিডিও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একটি সূত্র জানিয়েছে, প্রভাবশালী কিছু মহলের আশ্বাসে ছাত্রলীগ এই বিক্ষোভ মিছিল করার সাহস পেয়েছে।
নিষিদ্ধ সংগঠনের এই আকস্মিক মিছিলকে কেন্দ্র করে এলাকায় আলোচনা এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অনেকে এটিকে জুড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পুনরুজ্জীবনের ইঙ্গিত হিসেবে দেখছেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুর্শেদুল আলম ভূইয়া জানান, “মঙ্গলবার সকালে সবাই ঘুমে থাকাকালীন সময় ছাত্রলীগের ব্যানারে কয়েকজন হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়েও কাউকে খুঁজে পাওয়া যায়নি। জানা গেছে, তারা একটি গাড়িতে এসে কামিনীগঞ্জ বাজারে কয়েক মিনিটের মধ্যে মিছিল প্রদর্শন করে দ্রুত চলে যায়। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীদের গ্রেফতারের চেষ্টা চলছে।”
এদিকে, মিছিলের নেতৃত্বদানকারী সাবেক ছাত্রলীগ নেতা এ. আর. সাজেদ মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

