রাজধানীর মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের একটি বাণিজ্যিক ভবনে লাগা আগুন এক ঘণ্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মাত্র ১১ মিনিটের মধ্যে—সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে—সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এরপর একে একে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে