রাজধানীর মোহাম্মদপুরে বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। চন্দ্রিমা উদ্যান আবাসিক এলাকার ঘটনা সম্পর্কে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান নিশ্চিত করেছেন।
ডা. রহমান জানান, বিস্ফোরণের পর ফাতেমা (৪০), তার মেয়ে সাদিয়া (২০) ও নাতনি ইসরাত (১১ মাস) উদ্ধার করে জরুরি বিভাগের উচ্চতাপমাত্রা গ্রস্ত রোগী ইউনিটে নিয়ে আনা হয়। ফাতেমার শরীরের তারতম্যপূর্ণ ৭ শতাংশ, সাদিয়ার ৭ শতাংশ এবং শিশু ইসরাতের ৩০ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। বর্তমানে সবাই পর্যবেক্ষণে রয়েছেন।
দগ্ধ ফাতেমার বোন জান্নাতুল ফেরদৌস বলেন, “তারা সকালে ঘুমন্ত অবস্থায় ছিলেন। আচমকা রান্নাঘরে বিস্ফোরণে পুরো ঘর কেঁপে ওঠে। কী কারণে সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে, ঠিক জানি না।”
স্থানীয় ভ্রাম্যমাণ আদালত ও ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে, পুরনো বা ত্রুটিপূর্ণ সিলিন্ডার, সংযোগ লাইনের ক্ষতি বা লিকেই বিস্ফোরণের কারণ হতে পারে। তবে চূড়ান্ত প্রতিবেদনের জন্য ফায়ার সার্ভিসের ঘটনাস্থল পরিদর্শন ও ফরেনসিক টিমের তদন্ত প্রতিবেদন অপেক্ষায় রয়েছে।
রান্নাঘরের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমে আবাসিক সংগঠনগুলোকে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার নির্দেশনা দিয়েছে। এ ঘটনায় দগ্ধদের স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেছেন।
একুশে সংবাদ/ ঢ.প/এ.জে
আপনার মতামত লিখুন :