রাজধানীর পুরানা পল্টনে অবস্থিত সাব্বির টাওয়ারের শীর্ষতলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) রাত সাড়ে ৮টার দিকে এই আগুন লাগার খবর পাওয়া যায়।
খবর পেয়ে মাত্র ৭ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর একে একে মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান—“সাব্বির টাওয়ারের টপ ফ্লোরে আগুন লেগেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আসেনি। আগুন নিয়ন্ত্রণে আমাদের টিম চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা আগত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আগুন নেভানোর পর তদন্ত করে কারণ জানা যাবে বলে জানান শাহজাহান হোসেন।
একুশে সংবাদ/আ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

