তীব্র তাপপ্রবাহ ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে রাজধানীর বিভিন্ন জনবহুল পয়েন্টে সুপেয় পানি সরবরাহের কথা জানিয়েছে ঢাক ওয়াসা।
সোমবার (২২ এপ্রিল) ঢাকা ওয়াসার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা এ এম মোস্তফা তারেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সারা বাংলাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকির বা শরীরে পানি শূণ্যতার আশংকা দেখা দিয়েছে। সার্বিক অবস্থা বিবেচনা করে ঢাকা মহানগরীর জনবহুল পয়েন্টগুলিতে খাবার পানি সরবরাহের ব্যবস্থা নিয়েছে ঢাকা ওয়াসা।
এতে আরও বলা হয়, প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন মোড়ে বিনামূল্যে পানি বিতরণ করবে প্রতিষ্ঠানটি।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা