রাজধানীর বাড্ডার একটি বাসায় জান্নাতুল ইসলাম রিয়া (২১ বছর ) নামে এক গৃহবধূ গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন।
রোববার (২১ জানুয়ারি) সকাল ৯ টার দিকে ঝুলন্ত অবস্থায় তাকে নামিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিয়াকে সকাল ১১:৩০ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃতাকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার মা রতনা বেগম জানান, আমাদের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারাম থানার কদমতলী গ্রামে। বর্তমানে পূর্ব বাড্ডা নাজমা বেগমের দ্বিতীয়তলা ভাড়া বাসায় থাকি। রিয়ার বাবা কাওসার আলম। গত আড়াই বছর আগে বাঞ্ছারামপুর এলাকার জাপানি প্রবাসী সাইফ আহমেদ সজলের সঙ্গে বিয়ে হয় রিয়ার।
তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই মানসিক সমস্যা ছিল রিয়ার। তার চিকিৎসাও চলছিল। আজ সকালের দিকে মোবাইলে স্বামী স্বজলের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে রিয়া ঘরের দরজা বন্ধ করে দেয়। আমারা তার কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা নক করি, পরে দরজা ভেঙে দেখতে পাই রিয়া গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে রিয়াকে নামিয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা