রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িক স্থগিত থাকা ফ্লাইট ওঠানামা পুনরায় শুরু হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা থেকে বিমান চলাচল স্বাভাবিক হয় বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।
এর আগে দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্রুত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ সেনা, নৌ, বিমানবাহিনী ও বিজিবির সদস্যরা একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নিজে বিমানবন্দরে উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
অগ্নিকাণ্ডের সময় বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তির চিত্রও চোখে পড়ে। বেশ কয়েকটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বিত বা অন্যত্র অবতরণ করতে হয়। এক যাত্রী অভিযোগ করে বলেন, “আমার রাত ১০টা ২৫ মিনিটে সিঙ্গাপুর যাওয়ার ফ্লাইট ছিল। বিমানবন্দরে এসে জানতে পারি আগুন লেগেছে। কিন্তু ফ্লাইট বিলম্ব হবে কি না বা কখন ছাড়বে— এ বিষয়ে কোনো তথ্য স্ক্রিনে দেখানো হয়নি।”
ফ্লাইট চলাচল স্বাভাবিক হলেও কার্গো ভিলেজ এলাকায় এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও তদন্ত কাজ চলছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
একুশে সংবাদ/এ.জে