রাজধানীর হানিফ ফ্লাইওভারের উপর বাস চাপায় মো: শরিফ হোসেন (৩৮) নামে এক মোটর বাইক চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপরে ধোলাইপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারজানা আক্তার জানান, আজ সকালের দিকে বাইক চালক হানিফ ফ্লাইওভার দিয়ে ধোলাইপাড়ের ঢালে উঠার সময় তখন টার্ন নিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। এতে সে ছিটকে পড়ে দেশ ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকার নিচে পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি, তবে তার বাইক খুবই স্পিডে ছিল।
তিনি আরও বলেন , ঘটনার পরেই বাস চালকে আটক ও বাসটি যব্দ জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
নিহতের ভাই রাজিব হোসেন জানান, আমার বর ভাই শরিফ সে একটি প্রাইভেট কোম্পানিতে জব করতেন, আজ সকালে বাসা থেকে বের হয়ে যান। পরে যাত্রাবাড়ী পুলিশ মাধ্যমে আমরা খবর পাই আমার ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
তিনি আরও বলেন, আমার ভাই ৭/৮ নম্বর সূত্রাপুরের বাসায় সপরিবারে বসবাস করতেন, আমাদের বাবা মোবারক আলী তার স্ত্রী মুসকান আক্তার অন্তঃসত্তা তিনি,দুই ভাই এক বোন সে ছিল বড়।
একুশে সংবাদ/আ.জ.প্র/জাহা