ঢাকায় বসবাসরত নোয়াখালী জেলা সমিতির নির্বাচন উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফখরুল ইসলাম - সালাহ উদ্দিন পরিষদের প্রার্থী পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করেন তারা। আগামী ১৩ই সেপ্টেম্বর রাজধানীর মতিঝিল টিএন্ডটি কলেজ মাঠে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় সভাপতি প্রার্থী মোঃ ফখরুল ইসলাম নোয়াখালী বাসীর ভ্রাতৃত্ব বন্ধন অটুট রেখে নোয়াখালীর সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পূর্ণ প্যানেলের প্রতি দোয়া, সমর্থন, সহযোগিতা ও ভোট প্রত্যাশা করে বলেন, এই নির্বাচনে আমি জয়ী হলে প্রত্যেক সদস্যদের সাথে নিয়ে, সকলের পরামর্শে সমিতিকে উন্নয়নের শিখরে নিয়ে যাবো। আমার দেওয়া সকল নির্বাচনী ইশতেহার, আমরা সকলে মিলে পরিপূর্ণ করব। আপনারা সবাই আমার পূর্ণ প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
নির্বাচনে ফখরুল-সালাহউদ্দিন পরিষদে সভাপতি পদে মোঃ ফখরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি পদে আহাম্মদ উল্যা, সহ-সভাপতি পদে মজিবুর রহমান, মোহাম্মদ উল্লাহ ভূইয়া হারুন, একেএম আইয়ুব উল্ল্যা ও অধ্যাপক নূর নবী মানিক, সাধারণ সম্পাদক পদে মোঃ সালাহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এবিএম জিয়াউর কবির সুমন, মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আহছান উল্লাহ মানিক, সাংগঠনিক সম্পাদক পদে মঞ্জুর কাদের চৌধুরী, কোষাধ্যক্ষ পদে হাজী সহিদ সওদাগর, সমাজকল্যাণ সম্পাদক পদে মোঃ ইসমাইল হোছাইন, শিক্ষা সম্পাদক পদে মোঃ আলী, দপ্তর সম্পাদক পদে মোঃ আবুল কালাম ভূইয়া আজাদ, আইন সম্পাদক পদে এডভোকেট শহীদুজ্জামান, প্রচার সম্পাদক পদে মোঃ জাহিদ হোসেন পারভেজ অংশ গ্রহণ করেন।
এছাড়াও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ শাজাহান, পাঠাগার ও আইসিটি সম্পাদক পদে ইনামুল কাবির, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ মাকছুদুর রহমান মানিক, যুব ও ক্রিয়া সম্পাদক পদে মোঃ জয়নাল আবেদীন, মহিলা বিষয়ক সম্পাদক পদে, আফরোজা নাজনীন আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক পদে মোঃ মিজানুর রহমান মজনু, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পদে মোঃ ওমর ফারুক পাটোয়ার, আপ্যায়ন সম্পাদক পদে মোঃ রেজাউল ইসলাম রেজু, নির্বাহী সদস্য পদে সৈয়দ আক্তার হোসেন স্বপন, হারুনুর রশীদ, মুরাদ আহম্মেদ, আব্দুল ওয়াহেদ মুরাদ, আব্দুস সুবাহান সুমন ও খন্দকার মোঃ ওমর ফারুক নির্বাচনে অংশ গ্রহণ করেন।
পরিচিতি সভা শেষে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শেষ করেন তারা।
একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে