AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় ফের গণপিটুনি, নিহত দুই যুবক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২২ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২৫

মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় ফের গণপিটুনি, নিহত দুই যুবক

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার হয়ে দুই যুবক প্রাণ হারিয়েছেন। দুদিনের ব্যবধানে এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক।

নিহতদের পরিচয় পাওয়া গেছে— তারা হলেন সুজন ওরফে বাবুল (১৯) এবং হানিফ (২৬)।

ওসি জানান, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এবং বুধবার ভোর ৬টার দিকে বসিলা এলাকায় দুটি আলাদা ছিনতাইয়ের চেষ্টা হয়। উভয় ক্ষেত্রেই টার্গেট ছিল মোবাইল ফোন। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে সুজন ও হানিফ নিহত হন। ঘটনায় ‘রক্তচোষা জনি গ্রুপের’ সদস্য নাটা ফয়সল ও শরীফ আহত হয়েছেন। বর্তমানে তারা পুলিশ হেফাজতে আছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ জানায়, একজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এবং অপরজনের মরদেহ পঙ্গু হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে, গত ৮ সেপ্টেম্বর বিকেলে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকায় একই ধরনের ঘটনায় গণপিটুনিতে ইয়ামিন (২৩) নামে এক যুবক নিহত হন। একই ঘটনায় ফাহিম (২৩) নামে আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 


একুশে সংবাদ/রা.প্র/এ.জে

Link copied!