রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের পাশে অবস্থিত ইউরেকা পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে তারা অগ্নিকাণ্ডের খবর পায় এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পাম্পের কর্মীরা নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় একাধিক বিস্ফোরণের শব্দও শোনা যায়।
অগ্নিকাণ্ডের কারণে পাম্পসংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালী ফ্লাইওভারের এক পাশের যান চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
একুশে সংবাদ/স.ট/এ.জে