AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান মালিক-চালক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০২:৪৩ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান মালিক-চালক ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সোমবার (১০ সেপ্টেম্বর) বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন ব্যাটারি চালিত রিকশা ও ভ্যান মালিক-চালক ঐক্য পরিষদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রেস ক্লাবের অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, যানজট নিরসন ও দুর্ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী, সিটি কর্পোরেশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সচেতন করতেই এই আয়োজন।

সাংবাদিকদের উদ্দেশে তারা আশা প্রকাশ করেন, গণমাধ্যমের প্রচার ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এ খাতের চলমান সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

সংগঠনের প্রস্তাবিত করণীয় পদক্ষেপসমূহ--

দীর্ঘদিন কোনো নীতিমালা না থাকায় ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। জরুরি ভিত্তিতে এ প্রবৃদ্ধি বন্ধে ব্যবস্থা নিতে হবে।

জরিপের মাধ্যমে প্রকৃত অটোরিকশা পেশাজীবীর সংখ্যা নির্ধারণ জরুরি।

অধিক মুনাফার আশায় যত্রতত্র গড়ে ওঠা নতুন গ্যারেজ বন্ধ করতে হবে, যাতে নতুন কেউ এ পেশায় প্রবেশ করতে না পারে।

প্রয়োজন অনুযায়ী উত্তর সিটি কর্পোরেশনকেও লাইসেন্স প্রদানের উদ্যোগ নিতে হবে।

যানজট ও দুর্ঘটনার জন্য কেবল অটোরিকশাকে দায়ী না করে অন্যান্য যানবাহনের অনিয়মিত চলাচলও নিয়ন্ত্রণ করতে হবে।

প্রতিদিন ঢাকায় বিপুলসংখ্যক অবৈধ অটোরিকশা, মিশুক, ইজিবাইক, নসিমন ও করিমন প্রবেশ করে যানজট সৃষ্টি করছে—এর প্রবেশ নিয়ন্ত্রণ জরুরি।

রাজনৈতিক প্রভাবশালীদের সহায়তায় গড়ে ওঠা অবৈধ চার্জিং গ্যারেজ বন্ধ করতে হবে।

রাজধানীর বিভিন্ন সড়ক দখল করে বসানো দোকানপাট অপসারণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

যানজট এড়াতে কেবল প্যাডেল রিকশার সমান আকৃতির ব্যাটারি চালিত রিকশাকে চলাচলের অনুমতি দেওয়া উচিত।

প্রকৃত রিকশা মালিক-চালকদের ট্রেড লাইসেন্স প্রদানের মাধ্যমে সংখ্যা নির্ধারণ ও বৈধতার আওতায় আনা প্রয়োজন।

সিটি কর্পোরেশনে নিবন্ধিত ও নিয়মিত রাজস্ব প্রদানকারী মালিকদের অগ্রাধিকার ভিত্তিতে লাইসেন্স দেওয়া উচিত।

খাতটিকে সমাজসেবামূলক পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে বিদ্যুৎ সংযোগকে শিল্প সংযোগ হিসেবে বিবেচনা করার দাবি জানানো হয়।

সংগঠনের মাধ্যমে দক্ষ চালক চিহ্নিত করে লাইসেন্স প্রদান করলে দুর্ঘটনার হার অনেকাংশে কমবে।

নিষিদ্ধ সড়কে অটোরিকশা চলাচল প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

অপ্রাপ্তবয়স্ক, নেশাগ্রস্ত ও অক্ষম ব্যক্তিদের 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ মমতাজ উদ্দিন মজুমদার। লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার ভৌমিক। এ সময় প্রধান উপদেষ্টা হাজী মোঃ মজিবর রহমান মজিব, হাজী মোঃ জান্নাল আবেদীন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মাসুম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারেকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, কার্যনির্বাহী সদস্য ও মালিক সদস্যরা উপস্থিত ছিলেন।


একুশে সংবাদ/এ.জে

Link copied!