ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তিযুদ্ধ।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষার প্রবেশপত্র ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।
ঢাবির ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত সূচি অনুযায়ী—
২৮ নভেম্বর: আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা
২৯ নভেম্বর: চারুকলা ইউনিট (সাধারণ জ্ঞান ও অঙ্কন) পরীক্ষা
৬ ডিসেম্বর: ব্যবসায় শিক্ষা ইউনিট
১৩ ডিসেম্বর: কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট
২০ ডিসেম্বর: বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২৫ সালের ২৯ অক্টোবর থেকে অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়, যা শেষ হয়েছে ১৯ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। চলতি বছর পাঁচটি ইউনিটে মোট ৬ হাজার ১২৫টি আসনে ভর্তি নেওয়া হবে।
এর মধ্যে আইবিএ ইউনিটের ১২০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১১ হাজারের বেশি, যা প্রতিযোগিতাকে আরও তীব্র করে তুলেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

