AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মনোনয়ন তালিকা রিভিউর দাবিতে রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ



মনোনয়ন তালিকা রিভিউর দাবিতে রায়গঞ্জে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার আংশিক) আসনে ঘোষিত দলীয় সম্ভাব্য প্রার্থী তালিকা পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপির নির্বাহী সদস্য ও মনোনয়নপ্রত্যাশী রাহিদ মান্নান লেনিনের সমর্থকরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ডে এসে সমাবেশে মিলিত হয়।

এ কর্মসূচির আয়োজন করে ঘুড়কা ইউনিয়ন বিএনপি। সমাবেশে সভাপতিত্ব করেন ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরকার এবং সঞ্চালনা করেন ঘুড়কা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হান্নান চৌধুরী।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন—“সিরাজগঞ্জ-৩ আসনের ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় তৃণমূলের মতামতের যথাযথ প্রতিফলন ঘটেনি। দীর্ঘদিন মাঠে-ঘাটে দলের জন্য নিরলসভাবে কাজ করা নেতাদের মূল্যায়ন তালিকায় পাওয়া যায়নি।”

তারা আরও বলেন—“দলের দুঃসময়ে পাশে থাকা নেতা রাহিদ মান্নান লেনিনকে তালিকায় যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তালিকা পুনর্বিবেচনা করে যোগ্য, পরিশ্রমী ও গ্রহণযোগ্য নেতাকে মনোনয়ন দিতে হবে।”

বক্তারা সতর্ক করে বলেন—“সঠিক প্রার্থী নির্বাচন না হলে মাঠ পর্যায়ের কার্যক্রম দুর্বল হবে এবং নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি তৈরি হবে। তাই তৃণমূলের দাবি গুরুত্বসহকারে বিবেচনা করা জরুরি।”

বিক্ষোভে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!