গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে আজ শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে এ জোড়ের সূচনা হয়। চলবে আগামী মঙ্গলবার (২ ডিসেম্বর) পর্যন্ত।
এ তথ্য নিশ্চিত করেছেন তাবলীগ জামাত শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, প্রতিবছর বিশ্ব ইজতেমার প্রস্তুতি হিসেবে এই জোড় অনুষ্ঠিত হয়; অনেকেই এটিকে জোড় ইজতেমা নামেও উল্লেখ করেন। এতে তাবলিগের সাথীরা সারাবছরের কাজের হিসাব-নিকাশ উপস্থাপন করেন এবং শুরায়ি নেজামের মুরুব্বিদের কাছ থেকে রাহবারি (নির্দেশনা) গ্রহণ করেন। এ উপলক্ষে দেশ-বিদেশের প্রবীণ মুরুব্বিরা ইতোমধ্যেই টঙ্গীতে সমবেত হয়েছেন।
ইজতেমার মুরুব্বিদের বরাতে জানা গেছে, পাঁচ দিনের এই জোড় তাবলীগ জামাতের দীর্ঘদিনের ঐতিহ্য। দাওয়াতের কাজের চেতনা জাগিয়ে তুলতে এটি বিশেষ আয়োজন হিসেবে বিবেচিত হয়। এখান থেকেই সারাবছরের কাজের পরিকল্পনা ও নীতিগত দিকনির্দেশনা নির্ধারিত হয়।
হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, জোড় ইজতেমায় অংশ নিতে পারবেন কেবল তিন চিল্লার সাথী এবং কমপক্ষে এক চিল্লা সময় ব্যয় করা আলেমরা। এতে জোড়ের বিশেষ মর্যাদা ও গুরুত্ব বজায় থাকে।
জোড় উপলক্ষে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সেবা সংস্থা প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে তাবলীগের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মোতায়েন করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

