AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুমার দিনের গুরুত্বপূর্ণ ৬ টি আমল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৮ এএম, ২৮ নভেম্বর, ২০২৫

জুমার দিনের গুরুত্বপূর্ণ ৬ টি আমল

জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন, মুসলমানদের সাপ্তাহিক ঈদ। কোরআন–হাদিসে এ দিনের বিশেষ মর্যাদা ও ফজিলতের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে।

জুমার দিনের ফজিলত

হজরত হুজাইফা ইবনুল ইয়ামান (রা.) থেকে বর্ণিত—রাসুলুল্লাহ (সা.) বলেন,“আল্লাহ তাআলা আগের উম্মতদের কাছে জুমার ফজিলত গোপন রেখেছিলেন। তাই তারা শনিবার ও রবিবারকে নিজেদের বিশেষ দিন বানিয়েছে। পরে আমরা আসি এবং আমাদের প্রতি জুমার ফজিলত প্রকাশ করা হয়।”— মুসলিম, হাদিস ৮৫৬

জুমার দিনের শ্রেষ্ঠ আমল

১. জুমার নামাজ

জুমার নামাজ পাপমোচনের মাধ্যম।
হজরত আবু হুরায়রা (রা.) বলেন—রাসুল (সা.) বলেন,“পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান—মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে দেয়, যদি বড় গুনাহ থেকে বিরত থাকে।”— মুসলিম, হাদিস ২৩৩

হজরত সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত—যে ব্যক্তি জুমার দিন গোসল করে, সুগন্ধি ব্যবহার করে, মসজিদে গিয়ে চুপচাপ খুতবা শোনে, তার দুই জুমার মধ্যবর্তী গুনাহ ক্ষমা করা হয়।— বুখারি, হাদিস ৮৮৩

২. জুমার দিন গোসল করা

হজরত আউস ইবন আউস (রা.) বলেন—রাসুল (সা.) বলেছেন,“যে জুমার দিনে ভালোভাবে গোসল করে, দ্রুত মসজিদে যায় এবং মনোযোগসহ খুতবা শোনে, তার প্রতিটি কদমে এক বছরের রোজা ও নামাজের সওয়াব পাওয়া যায়।”— আবু দাউদ, হাদিস ৩৪৫

৩. মসজিদে আগে যাওয়া

আগে গিয়ে বসার ফজিলত সম্পর্কে রাসুল (সা.) বলেন—“প্রথমে মসজিদে গেলে উট কোরবানি করার সমান সওয়াব, তারপর যারা আসে তাদের জন্য গরু, ছাগল, মুরগি এবং শেষে ডিম সদকা করার সওয়াবের সমতুল্য সওয়াব রয়েছে।”— বুখারি, হাদিস ৮৪১

৪. জুমার দিন দোয়া কবুল হওয়ার সময়

হজরত জাবের (রা.) বলেন—রাসুল (সা.) বলেছেন,“জুমার দিনে এমন একটি সময় আছে, যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করলে তা কবুল হয়। এ সময়টি আছরের পর খুঁজে নাও।”— আবু দাউদ ১০৪৮

৫. সুরা কাহাফ তিলাওয়াত

হজরত আবু সাইদ খুদরি (রা.) বলেন—রাসুল (সা.) বলেছেন,“যে জুমার দিন সুরা কাহাফ পাঠ করবে, দুই জুমার মধ্যবর্তী সময় তার জন্য আলো হয়ে থাকবে।”— আল–মুসতাদরাক

এ সুরার শেষ ১০ আয়াত দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে।

৬. দরুদ শরিফ বেশি বেশি পড়া

হজরত আউস ইবন আবি আউস (রা.) বলেন—রাসুল (সা.) বলেছেন,“জুমার দিন তোমরা আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো। এ দিনে তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।”— আবু দাউদ ১০৪৭

জুমার অন্যান্য আমল

হাদিসের আলোকে, জুমার দিনে যেসব আমলে সওয়াব পাওয়া যায়—নখ কাটা, অপ্রয়োজনীয় লোম পরিষ্কার করা, উত্তম পোশাক পরিধান, সুগন্ধি ব্যবহার, খুতবার সময় সম্পূর্ণ নীরব থাকা ।

এগুলো করলে এক জুমা থেকে পরের জুমা পর্যন্ত সগিরা গুনাহ মাফ হয়।— আবু দাউদ, হাদিস ৩৪৩

মহিলাদের জুমার আমল

নারীরা ঘরে বসেই জুমার আমল করতে পারবেন—গোসল, সুরা কাহাফ, দরুদ শরিফ, নখ কাটা, দোয়া।

নারীরা জুমার নামাজের বদলে ঘরে জোহরের নামাজ আদায় করবেন।— উম্মে সালামা (রা.), আল–মুআজামুল আওসাত, হাদিস ৯১০১

এ ছাড়া, পরিবারের সদস্যদের ভালো কাজে উৎসাহিত করলে তাঁরাও সমান সওয়াব পান।— আবু দাউদ ৪৬০৯

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!