AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাবিতে চারুকলা অনুষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন


Ekushey Sangbad
জাবি প্রতিনিধি
০৮:৫৬ পিএম, ২৬ নভেম্বর, ২০২৫

জাবিতে চারুকলা অনুষদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা অনুষদ (প্রস্তাবিত) ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। আজ বুধবার(২৬নভেম্বর)বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইট এলাকায়ন আনুষ্ঠানিক ভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপাচার্য ভবন নির্মাণে ইউজিসিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পটি সম্পন্ন করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন ভবন নির্মিত হলে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ সংকট থেকে মুক্তি পাবে এবং পাঠ্যক্রম অনুযায়ী আধুনিক ও উপযোগী পরিবেশে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে পারবে। একই সঙ্গে তিনি নির্মাণ কাজ স্বচ্ছতা ও মান বজায় রেখে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন।

চারুকলা বিভাগের অধ্যাপক ও প্রকল্প পরিচালক ড. এম. এম ময়েজউদ্দীন জানান, ছয়তলা ভিতে ছয়তলা বিশিষ্ট এই প্রস্তাবিত অনুষদ ভবনটিতে ছয়টি বিভাগের প্রায় এক হাজার শিক্ষার্থীর ক্লাস করার সুযোগ থাকবে। প্রকল্পটির জন্য প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯৬ কোটি ৯৬ লাখ ২৯ হাজার টাকা। তিনি আরও জানান, ভবনটির নির্মাণ কাজ ২০২৮ সালের জুন মাসে শেষ হওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, চারুকলা বিভাগের সভাপতি ড. মোহাম্মদ শামীম রেজা, চারুকলা বিভাগের অধ্যাপক ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. এম. এম ময়েজউদ্দীনসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং জাকসু সভাপতি আব্দুর রশিদ জিতু ও সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আল হাসান।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!