যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ঝিনাইদহ ক্যাম্পাসের ভেটেরিনারি মেডিসিন অনুষদের জিমনেসিয়াম সংস্কার শেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ নব-সংস্কারকৃত এই জিমনেসিয়ামের উদ্বোধন করেন।
জানা যায়, জিমনেসিয়ামটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে বিভিন্ন সরঞ্জাম নষ্ট হয়ে যায়। ফলে এর কার্যক্রম একপ্রকার স্থবির হয়ে পড়ে। পরবর্তীতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা দপ্তরের উদ্যোগ ও সহযোগিতায় জিমনেসিয়ামটি সংস্কার শেষে শনিবার সন্ধ্যায় উদ্বোধন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, আমার বিশ্বাস এরকম জিমনেশিয়াম আমাদের পুরো ঝিনাইদহে দ্বিতীয়টি নেই। যদি ঝিনাইদহের কোনো এথলেটও আমাদের এখানে অনুশীলন করতে চায়, আমরা তাদেরকে সুযোগ দিব। এছাড়া, তোমরা শিক্ষার্থীরা নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে এই জিমনেসিয়াম ব্যবহার করবে। এগুলো আমাদের সম্পদ। আমাদের শারীরিক ও মানসিক বিকাশে এই জিমনেসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) সাবেক উপাচার্য ড. আবু সালেহ মাহফুজুল বারী, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: শাহেদুর রহমান, কবি গোলাম মোস্তফা হলের হল প্রভোস্ট ড. মো: আব্দুল হালিম, ঝিনাইদহ ক্যাম্পাস ছাত্রী হলের হল প্রভোস্ট ঈষিতা ঘোষ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

