গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে মুকসুদপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাসের নেতৃত্বে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে গণসংযোগে অংশ নেন পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সহসভাপতি মোঃ ওলিয়ার মুন্সী, সাহিদ সরদার, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, সহ-প্রচার সম্পাদক সাঈদুজ্জামান সাঈদ, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, বিএনপি নেতা সাহিদুজ্জামান পল্টু মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোরাদ মল্লিক, মৎসজীবি দলের সভাপতি মাহমুদ খান রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের জয় নিশ্চিত করতে হবে। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।”
এছাড়াও তারা এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

