AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিনা অনুমতিতে অনুপস্থিতি ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত ইবি অধ্যাপক ড. বিকাশ চন্দ্র


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০৪:০২ পিএম, ২৪ নভেম্বর, ২০২৫

বিনা অনুমতিতে অনুপস্থিতি ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরিচ্যুত ইবি অধ্যাপক ড. বিকাশ চন্দ্র

বিনা অনুমতিতে অনুপস্থিতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরিচ্যুত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবির) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহ। গত ১০ জুন ২০২৩ তারিখ থেকে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে এক অফিস আদেশে জানানো হয়।

অফিস আদেশ সূত্রে, ড. বিকাশ চন্দ্র সিংহ যুক্তরাষ্ট্রের ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টোরাল গবেষণা শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরে না এসে বারবার শিক্ষাছুটির মেয়াদ বাড়ানোর আবেদন করেন। তাঁর আবেদন শিক্ষাছুটি স্ট্যান্ডিং কমিটিতে দুইবার (১৮৮তম ও ১৯৬তম সভায়) প্রত্যাখ্যাত হয়। এরপরও তিনি কর্মস্থলে যোগদান না করে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৩(ঘ) ধারা অনুসারে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়। পরে ৩০ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৪(১)(ঢ) ধারা মোতাবেক তাঁকে চাকরি থেকে অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি এই মুহূর্তে দেশের বাইরে থাকায় এ বিষয়ে জানতে হোয়াটসঅ্যাপে কল দিলে রিসিভ করেননি। খুদে বার্তা পাঠালে ও এখন পর্যন্ত সাড়া পাওয়া যায় নি।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!