AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালের কণ্ঠের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি গ্রেপ্তার


Ekushey Sangbad
সুশান্ত বর্ণিক, কোটালীপাড়া
০৬:৩২ পিএম, ২১ অক্টোবর, ২০২৫

কালের কণ্ঠের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি গ্রেপ্তার

দৈনিক কালের কণ্ঠ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান বুলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত সোমবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে কোটালীপাড়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মিজানুর রহমান বুলু এনটিভির অনলাইন ও ডিজিটাল বিভাগের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও গোপালগঞ্জ সদর উপজেলা প্রতিনিধির দায়িত্বও পালন করতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাদ্দাম হোসেন খান (দীপ্ত) জানান, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার ওয়াপদারহাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করেছেন। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে। সাংবাদিক মিজানুর রহমান বুলুর সম্পৃক্ততা সন্দেহজনক হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, এ মামলায় ১৫৫ জনের নাম এবং এক হাজার ৫০০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!