জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরীক্ষার ফলাফল প্রকাশে ডিজিটাল সিস্টেম চালুর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা।
রোববার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি জমা দেন তারা।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের পরীক্ষার ফলাফল প্রকাশ প্রক্রিয়া দীর্ঘ ও জটিল। শিক্ষার্থীদের ফলাফল জানতে হলে বিভাগে গিয়ে খোঁজ নিতে হয়, যা সময়সাপেক্ষ ও ঝামেলাপূর্ণ।
অথচ দেশের অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যেই ফলাফল প্রকাশের ক্ষেত্রে ডিজিটাল বা অনলাইন সিস্টেম চালু হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশের জন্য একটি ডিজিটাল রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হলে শিক্ষার্থীরা সহজেই অনলাইনে ফলাফল জানতে পারবে। এতে সময় ও খরচ দুই-ই কমবে।
তারা আরও জানান, প্রতিটি অনুষদ ও বিভাগের ফলাফল অনলাইনে প্রকাশ করা হলে প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা দ্রুত ফলাফল সংক্রান্ত তথ্য পেতে পারবেন।
স্মারকলিপিতে তিনটি প্রস্তাব উল্লেখ করা হয়-
১. বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা;
২. প্রতিটি বিভাগের ফলাফল অনলাইনে প্রকাশ করা;
৩. ফলাফল সংরক্ষণের জন্য কেন্দ্রীয় ডাটাবেইস তৈরি করা।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহবুব আলম এবং গণিত বিভাগের মেহেদী হাসান আখনের নেতৃত্বে স্মারকলিপিটি জমা দেন।
একুশে সংবাদ/ সাএ