AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩৭ পিএম, ১৩ অক্টোবর, ২০২৫

শিক্ষা ভবনের সামনে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত বাস্তবায়ন ও অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ অক্টোবর) সকালে বিভিন্ন কলেজ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে জড়ো হন। এতে সচিবালয়গামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শিক্ষার্থীদের অগ্রসর হওয়া ঠেকাতে পুলিশ ব্যারিকেড স্থাপন করেছে।

সকাল ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিলসহ ঘটনাস্থলে পৌঁছালে পরবর্তীতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন। নারী শিক্ষার্থীরাও এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন— ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না চলবে না’।

শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জিসান বলেন, “সরকার সাত কলেজকে একত্র করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দিলেও এখনো আইনি প্রক্রিয়া শেষ হয়নি। আমরা অবিলম্বে অধ্যাদেশ চাই, অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে একত্র করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করেছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই সাত কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!