AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:১৮ পিএম, ১৩ অক্টোবর, ২০২৫

ঢাকা কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে  ধস্তাধস্তি

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ দ্রুত কার্যকরের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের পদযাত্রা শুরুর আগে ঢাকা কলেজ ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

রবিবার সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা কলেজ প্রাঙ্গণে সমবেত হচ্ছিলেন। এ সময় এক পর্যায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

ঘটনার সময় ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ রেজা শিক্ষকদের উদ্দেশে ‘দালাল’ মন্তব্য করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে কয়েকজন শিক্ষক ফরহাদকে আটক করে শিক্ষক কমনরুমে নিয়ে যান।

খবর পেয়ে অন্যান্য শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন ঘেরাও করে সহপাঠীকে ছাড়িয়ে নেন। এসময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে কলেজ প্রশাসন।

তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কলেজ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পরে শিক্ষার্থীরা নির্ধারিত সময় অনুযায়ী শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম দিয়েছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।
এই সাত কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং মিরপুর বাংলা কলেজ।

বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশ বাস্তবায়নের দাবিতেই আজকের পদযাত্রা অনুষ্ঠিত হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!