নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে অংশ নিয়েছে বাংলাদেশ প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী অধিবেশনে তিনি বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) শুরু হওয়া এই সম্মেলনে রাষ্ট্র ও সরকারপ্রধানসহ অন্তত ৭৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি উপস্থিত হয়েছেন।
জাতিসংঘ আয়োজিত বৈঠকের উদ্দেশ্য হলো— রোহিঙ্গা সংকট নিয়ে রাজনৈতিক সমর্থন জোগাড় করা, আন্তর্জাতিক মনোযোগ ধরে রাখা, সামগ্রিক পরিস্থিতি মূল্যায়ন এবং মানবাধিকার ও সংকটের মূল কারণগুলো নিয়ে আলোচনা করা। প্রধান অগ্রাধিকার হিসেবে থাকছে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরে সময়সীমাবদ্ধ ও কার্যকর কর্মপরিকল্পনার প্রস্তাব দেবেন।
সম্মেলনের আগে সোমবার ড. ইউনূস পৃথক বৈঠক করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি, জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ও অস্ট্রেলিয়ার সাবেক ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জুলি বিশপ এবং ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের সঙ্গে।
বৈঠকে আলোচনায় আসে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গার জন্য মানবিক সহায়তায় তীব্র অর্থ সংকটের বিষয়। তহবিল কমে যাওয়ায় বিশেষ করে শিশুদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানানো হয়।
এছাড়াও আলোচনায় উঠে আসে রাখাইনের পরিস্থিতি, আন্তর্জাতিক সহায়তার ঘাটতি এবং আসন্ন শীর্ষ সম্মেলনের আলোচ্য বিষয়গুলো। শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সঙ্গে বৈঠকে ড. ইউনূস রোহিঙ্গা সংকটের মূল দিকগুলো নিয়েও বিশদভাবে মতবিনিময় করেন।
একুশে সংবাদ/এ.জে