নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে মানিক মিয়া (৬৫) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার জঙ্গি শিবপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মানিক মিয়া উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় আড়িয়াল খাঁ নদীর পাড়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। পরে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ভাই আরিফ মিয়া জানান, প্রতিদিন রাত ৯টার মধ্যে বাড়ি ফিরলেও সোমবার রাত ১০টার পরও ভাই ফেরেননি। ফোনেও কোনো সাড়া মেলেনি। পরে রাত দেড়টার দিকে খোঁজ করতে গিয়ে গলাকাটা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়।
ঘটনার পর মঙ্গলবার সকাল ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, রায়পুরা সার্কেল বায়েজিদ বিন মুনসুরসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা নিহতের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, “নিহতের গলার পিছন দিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, টর্চলাইট ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে। তবে হত্যায় ব্যবহৃত অস্ত্র পাওয়া যায়নি। হত্যার কারণ এখনো জানা যায়নি।”
একুশে সংবাদ/ন.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

