যশোরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর রিপন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। নিহত রিপন শহরতলীর খোলাডাংগা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে রিপন বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে বাড়ির উঠানে রিপনকে গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বর্তমানে মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/এ.জে