AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথমবারের মতো জবিতে উদ্যোক্তা মেলার আয়োজন


Ekushey Sangbad
সৃজন সাহা, জবি প্রতিনিধি
০২:৩৯ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

প্রথমবারের মতো জবিতে উদ্যোক্তা মেলার আয়োজন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী উদ্যোক্তা মেলা। জবিয়ান উদ্যোক্তা ফোরামের আয়োজনে আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় এ মেলার আয়োজন করা হবে।

মেলায় অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী উদ্যোক্তারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় জীবনে উদ্যোগ নিয়ে ব্যবসা শুরু করলেও পরে নানা কারণে তা ধরে রাখতে পারেন না। উদ্যোক্তা হওয়ার এ প্রেরণাকে টিকিয়ে রাখা ও আরও এগিয়ে নিতে এই আয়োজন করা হচ্ছে।

মেলায় অংশ নিতে স্টল বুকিংয়ের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। দুইদিনব্যাপী এই মেলায় অংশগ্রহণকারীরা পাবেন প্রত্যয়নপত্র। পাশাপাশি থাকছে সেরা স্টল সজ্জা ও সেরা উদ্যোক্তা পুরস্কার।

এছাড়া অংশগ্রহণকারী উদ্যোক্তাদের নিয়ে প্রকাশিত হবে বিশেষ ক্রোড়পত্র এবং ভিডিওবার্তার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে তাদের গল্প। মেলার শেষ দিনে থাকছে কনসার্ট।

আয়োজক কমিটির সমন্বয়ক অমৃত রায় বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আমরা দুইদিনব্যাপী উদ্যোক্তা মেলার আয়োজন করছি। জবিয়ান ভাই-বোনদের উপকৃত করতে কিংবা উদ্যোক্তা মনোভাবকে এগিয়ে নিতে সহায়তা করতে পারলেই এ উদ্যোগ সফল হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!