কোটচাঁদপুরে জলবায়ু পরিবর্তনজনিত উপকূলীয় দূর্যোগ প্রশমনের (NBS-SW) প্রকল্পের অংশ হিসেবে সড়কে তাল বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম। শনিবার কুশনা আমেরিকান সড়কে এ বীজ রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বনকর্মকর্তা শফিকুল ইসলাম, কুশনা ইউনিয়নের চেয়ারম্যান শাহাদুজ্জামান (সবুজ) এবং উপকারভোগী সমিতির নেতৃবৃন্দ। সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র কোটচাঁদপুর এ উদ্যোগ বাস্তবায়ন করেছে, সহযোগিতায় ছিলেন বন্ধু ফাউন্ডেশন।
উপজেলা বনকর্মকর্তা শফিকুল ইসলাম জানান, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় সড়কে তাল বীজ রোপণ কার্যক্রম চলমান থাকবে এবং পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি সড়কে তালবাগান গড়ে তোলা হবে।
একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে