AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাঘাইছড়িতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা ও মেধাবীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ


Ekushey Sangbad
বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি, রাঙ্গামাটি
০৩:৫৯ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

বাঘাইছড়িতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা ও মেধাবীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় মুসলিম ব্লক মডেল মসজিদ সংলগ্ন মাঠে “মরহুম আব্দুল লতিফ মুন্সি স্মৃতি সংসদ”-এর উদ্যোগে এবং বৃহত্তর মুসলিম ব্লক এলাকাবাসীর পক্ষ থেকে ২০২৫ খ্রিস্টাব্দে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে মরহুম আব্দুল লতিফ মুন্সি স্মৃতি সংসদের সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রহমত উল্লাহ খাঁজা এবং বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন।

সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন কাচালং সরকারি উচ্চ বিদ্যালয় থেকে GPA-5 (A+) অর্জনকারী মো. আব্দুল্লাহিল মুক্তাদির। অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন বাঘাইছড়ি বায়তুশ শরফ মাদ্রাসার সহকারী শিক্ষক মো. সুলতান আহমেদ, কালাপাকুইজ্যা সেনামৈত্রি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সরদার আব্দুর রহিম, কাচালং দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আব্দুল মালেক, মুসলিম ব্লক ঈদগাঁ ও কেন্দ্রীয় কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মো. নিজাম উদ্দিন, আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল আজীম এবং মুসলিম ব্লক দারুস সুন্নাহ তাহফিজুল কুরআন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিব উল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা আমাদের গর্ব। এই সাফল্য শিক্ষার্থীদের পরিশ্রম, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের ত্যাগের ফল। তবে এটি কোনো যাত্রার শেষ নয়, বরং নতুন পথচলার সূচনা। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ, দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিবেদিত করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, শুধু ভালো ফলাফল নয়, সততা, শৃঙ্খলা, অধ্যাবসায় ও মানবিক গুণাবলি চর্চাই প্রকৃত শিক্ষিত মানুষ হওয়ার পথ। দেশপ্রেম ও দায়িত্বশীলতার মাধ্যমে জীবনে সফল হতে হবে।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেন।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!