বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় এলে দেশের ইমাম ও মোয়াজ্জিনদের সম্মানজনক বেতন, চাকরিবিধি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
তিনি বলেন, ইমাম-মোয়াজ্জিনরা শুধু ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করেন না, তারা সমাজের নৈতিকতা, আচার-আচরণ এবং মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
শনিবার (২১ সেপ্টেম্বর) জয়পুরহাটের কালাই উপজেলার ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় চন্দন এসব কথা বলেন। সভায় কালাই উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিন, আলেম-ওলামা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চন্দন আরও বলেন, বর্তমান সরকার ইমাম-মোয়াজ্জিনদের সম্পূর্ণভাবে উপেক্ষা করেছে, কিন্তু বিএনপি ক্ষমতায় এলে তারা সম্মানজনক বেতন, চাকরির নিশ্চয়তা, সামাজিক মর্যাদা এবং রাষ্ট্রীয় স্বীকৃতি পাবে। তিনি দেশের নৈতিক ও মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনতে ইমাম-মোয়াজ্জিনদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা ওলামা দলের আহ্বায়ক লোকমান হোসেন এবং স্থানীয় বিএনপি ওলামা ও যুবনেতারা বক্তব্য রাখেন। তারা একযোগে দাবি জানান, ইমাম-মোয়াজ্জিনদের জীবনমান ও মর্যাদা নিশ্চিত করতে আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আনতেই হবে।
উল্লেখ্য, মতবিনিময় সভাটি ইমাম-মোয়াজ্জিনদের সাথে সরাসরি সংলাপের মাধ্যমে করণীয় নির্ধারণ এবং ধর্মীয় মূল্যবোধকে রাজনৈতিক অঙ্গীকারে প্রতিফলিত করার একটি উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।
একুশে সংবাদ/জ.প্র/এ.জে