জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা অবশেষে শেষ হয়েছে। প্রায় ৪০ ঘণ্টা পর শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক লুৎফুল এলাহী এ তথ্য নিশ্চিত করেন।
টানা তিন দিনে গড়ানো এ গণনায় শিক্ষার্থীদের মধ্যে অধৈর্যতা বাড়ছিল। এর মাঝেই প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান ঘোষণা দেন, শনিবার সন্ধ্যা ৭টার দিকে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।
এর আগে সকালে কমিশনার লুৎফুল এলাহী গণমাধ্যমকে জানান, দুপুরের মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। তিনি আরও বলেন, ২১টি হলের মধ্যে ইতোমধ্যে ১৫টির ভোট গণনা শেষ হয়েছে, বাকি ৬টি হলের ভোট দুপুরের মধ্যে শেষ করা হবে।
শনিবার সকাল ১১টা পর্যন্ত ১৬টি হল সংসদের ফলাফল পাওয়া যায়। বাকি ৫টি হলে গণনা চলছিল। একই সঙ্গে কেন্দ্রীয় সংসদের ভোটও গোনা হচ্ছিল।
যদিও প্রধান নির্বাচন কমিশনার শুক্রবার রাতেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষ করে ফল প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়ন হয়নি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি হলে ভোটগ্রহণ হয়। শুরুতে ওএমআর মেশিন ব্যবহার করে গণনার কথা বলা হলেও পরে তা বাতিল হয়ে যায়। ছাত্রদল ও শিবিরের পারস্পরিক দোষারোপের পর হাতে গণনা শুরু হয়। ভোটের বাক্সগুলো সন্ধ্যা ৭টার দিকে সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর থেকে গণনা শুরু হয়।
একুশে সংবাদ/এ.জে