জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপি কিংবা জালভোটের মতো ঘটনা প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে চলে যাবো। পেনশনের টাকাও গ্রহণ করবো না বলেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মনিরুজ্জামান জানান, “দুপুর ২টার মধ্যে ভোট গণনা শেষ হবে। পরে সন্ধ্যা ৭টার দিকে ফল ঘোষণা করা হবে। হাতে গণনা করায় কিছুটা সময় বেশি লাগছে।”
জাকসু নির্বাচন ঘিরে গত কয়েক দিন ধরে উত্তেজনা বিরাজ করছে। ভোটের দিন সকাল থেকেই নানা অনিয়মের অভিযোগ ওঠে। পরে বিকেলে ছাত্রদলসহ চারটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। একইসঙ্গে নির্বাচনকে ‘অসুষ্ঠু’ উল্লেখ করে এক কমিশনারসহ বিএনপিপন্থি চার শিক্ষক পদত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান জানান, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ক্যাম্পাসের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে রোববার সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত সোয়া ১০টার দিকে গণনা শুরু হয়। জাকসুতে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন।
একুশে সংবাদ/জা.নি/এ.জে